Thursday, February 14, 2013

অলিম্পিক থেকে পাকিস্তান নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী):পাকিস্তান ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর অলিম্পিকে নিষিদ্ধ হতে চলেছেইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, খেলাধুলায় সরকারি হস্তক্ষেপ থাকায় অলিম্পিক থেকে নিষিদ্ধ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তানআইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস গত মঙ্গলবার সুইজারল্যান্ডের লজানে সাংবাদিকদের বলেন, নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আমরা খুব শিগগির পাকিস্তানকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার ব্যাপারটা বিবেচনা করব

পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি, সরকার এসোসিয়েশনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে যাচ্ছেএ নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছেআইওসির মুখপাত্র জানান, ক্রীড়াবিষয়ক প্রশাসনের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন ও দেশটির সরকারকে চলতি সপ্তাহের শেষের দিকে আইওসির সদর দপ্তরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিলপাকিস্তান ওই আমন্ত্রণ প্রত্যাখ্যানও করেছেগত ডিসেম্বরে ভারতকে নিষিদ্ধ করে আইওসিদেশটির অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে সরকার হস্তক্ষেপ করায় ওই নিষেধাজ্ঞা  আরোপ করা হয়

No comments:

Post a Comment