Sunday, February 24, 2013

২৪-০২-২০১৩ এর SSC পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে

সারা বাংলাদেশে ২৪-০২-২০১৩ এর অনুষ্ঠিতব্য SSC পরীক্ষার তারিখ অনিবার্য কারন বসতঃ (হরতাল) তারিখ পরিবর্তন করা হয়েছে। তারিখ সহ পরীক্ষার রুটিন ও আরো বিস্তারিত জানতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।


Thursday, February 14, 2013

যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস এর নতুন পদ্ধতি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): গরম কফি আর ঠান্ডা বিয়ার এ দুই রকমের পানীয় ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবেসম্প্রতি যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছে যা কফি কাপের উষ্ণতা আর বিয়ার মগের শীতলতা কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করতে পারে

অলিম্পিক থেকে পাকিস্তান নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী):পাকিস্তান ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর অলিম্পিকে নিষিদ্ধ হতে চলেছেইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, খেলাধুলায় সরকারি হস্তক্ষেপ থাকায় অলিম্পিক থেকে নিষিদ্ধ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তানআইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস গত মঙ্গলবার সুইজারল্যান্ডের লজানে সাংবাদিকদের বলেন,

নারী হিসেবে আমি সব সময়ই ভয়ের শিকার -আনুশকা

বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): ): নারীর প্রতি সহিংসতা দূর করতে ওয়ান বিলিয়ন রাইজিংপ্রচারণায় যোগ দিলেন আনুশকা শঙ্করআজ ভালোবাসা দিবসে নাচো, ওঠো, দাবি জানাওএমন আহ্বান জানিয়েছেন সবাইকেশৈশবে তিনি শিকার হয়েছিলেন মানসিক ও যৌন নির্যাতনেরবললেন, ‘আমার মা-বাবা খুব বিশ্বাস করতেনএমন একজন মানুষের দ্বারাই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলাম আমি

এস আই টুটুল অভিনয় করছে


বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): এস আই টুটুল, আজ চ্যানেল আইতে আপনার অভিনীত নাটক প্রচারিত হবে
হ্যাঁ, ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি তৈরি হয়েছেনাম ভালোবাসো বাঁচোএটি লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন ঈশিতাবছর দুই-তিনেক পর অভিনয় করেছি
অভিনয় করতে কেমন লাগে?

মানুষের রোষানলে পরার ভয়ে হেলিকপ্টারে আবুল হোসেন

সড়কপথে সাধারণ মানুষের রোষানলে পরার ভয়ে পদ্মাসেতুর কেলেঙ্গাকারীসহ বিভিন্ন অভিযোগে পদত্যাগী মন্ত্রী ও দূর্নীতির বরপুত্র খ্যাত সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার নির্বাচনী এলাকা কালকিনিতে বুধবার সকালে আওয়ামীলীগের কর্মীসভায় হ্যালিকপ্টারযোগে যোগ দেন। এ সময় বিক্ষুদ্ধরা আবুল হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

Wednesday, February 13, 2013

ভারতের পেঁয়াজ আমদানী বন্ধ হওয়ায় নওগাঁর হাটবাজার গুলোতে ব্যাপক প্রভাব পড়েছে


মোফাজ্জল হোসেন, নওগাঁ:

ভারতের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানী বন্ধ হওয়ায় নওগাঁর হাটবাজার গুলোতে ব্যাপক প্রভাব পড়েছে। এক লাফে পেঁয়াজের দাম প্রতি কেজি প্রায় ২০/২৫ টাকা বেড়ে গেছে।

সিংড়ায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক

 নাটোরের সিংড়ায় রুপা জুয়েলার্স নামে এক জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সিংড়া কলেজ রোডে রুপা জুয়েলার্সের দোকান ঘরের চালের টিন খুলে ভিতরে প্রবেশ করে।

এরপর দুর্বৃত্তরা রুপা জুয়েলার্সের প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রুপা জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, রাত ৮টায় দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। সকালে দোকান খুলে দেখি ওই চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সিংড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।

সম্পাদনা, আলীরাজ হেড অব নিউজ

বিএনপির ১৫ ও ১৬ ফেব্রুয়ারির সব বর্ধিত সভা স্থগিত

ঢাকা,(১৩ফেব্রুয়ারী) : ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জেলা ও মহানগরে অনুষ্ঠেয় দলের বর্ধিত সভা আপাততঃ স্থগিত করেছে বিএনপি।

দপ্তরের দয়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক প্রেস বিঞ্জপ্তিতে এ খবর জানান।

সম্প্রতি ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সারাদেশের জেলা ও মহানগরে দলের বর্ধিত সভা আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
নিউজরুম

Tuesday, February 12, 2013

hh

https://sites.google.com/site/hazzazalihazzaz/system/app/pages/admin/attachments